কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫ এ ০৬:৪৭ PM

লাখো পর্যটকের ভিড়ে হারিয়ে যাওয়া শিশু সন্তানদের উদ্ধারকরে পরিবারের নিকট হস্তান্তর করলো ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার।

কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ২৭-১২-২০২৪ আর্কাইভ তারিখ: ০১-০১-২০৩১

২৫ ডিসেম্বর ২০২৪ থেকে কক্সবাজারে প্রতিদিন লক্ষাধিক পর্যটকের আগমন ঘটছে। এ অবস্থায় বিচ এলাকায় পরিবারের সাথে বেড়াতে এসে বিভিন্ন সময় হারিয়ে যায় অনেক শিশু। হারিয়ে যাওয়া শিশুদের বিচের বিভিন্ন পয়েন্ট থেকে নানাবিধ কৌশল অবলম্বল করে খুজে বের করে পরিবারের জিম্মায় প্রদান করে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সুদক্ষ টীম।

সম্মানিত পর্যটকদের সেবার নিমিত্তে নিয়োজিত ট্যুরিস্ট পুলিশ সদস্যগণ দিনব্যাপী বিভিন্ন বাচ্চা হারানোর সংবাদ পান এবং উক্ত হারিয়ে যাওয়া বাচ্চাদের উদ্ধারে টিম গঠন করে মাইকিং এর মাধ্যমে, প্রযুক্তির ব্যবহার করে, নিজেরা ফিল্ডে নেমে বিভিন্ন মাধ্যমে বাচ্চাদের উদ্ধার করে তাদের পরিবারের নিকট ফিরিয়ে দেওয়ার কাজ করছেন।

চট্টগ্রামের লোহাগড়া থেকে আগত ৫ বছরের তনিশা, লক্ষীপুর থেকে আগত সারাফ (০৭) ও মাছুম (০৫), চট্টগ্রাম চন্দনাইশ থেকে আগত আরবি (০৮) এবং ঢাকার মিরপুর থেকে আগত আয়ান (০৬), চাঁদপুর থেকে সাজিদ (০৫) সহ আরও অনেক বয়সের পর্যটকদের খুজে বের করে বুঝিয়ে দেওয়া হয় পরিবারের কাছে।

হারানো সন্তানদের ফিরে পেয়ে উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেন তাদের অভিভাবকরা। তারা ট্যুরিস্ট পুলিশের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে চলে যান।

এ সংক্রান্তে কক্সবাজার রিজিয়নের ট্যুরিস্ট পুলিশের মিডিয়া মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম জানান যে, ঘুরতে এসে বিচে হারিয়ে যাওয়া তাদের বাবামায়ের কাছে ফিরিয়ে দিতে পেরে আমরাও অত্যন্ত খুশি। অধিক পর্যটকের আগমনে আমরাও সচেষ্ট হয়ে কাজ করছি। তবে এখন পর্যটকদেরও সচেতনতার সাথে বাচ্চাদের সাথে সাথে রেখে চলাচল করতে হবে। পর্যটকদের সেবায় সর্বদাই আমরা সকল ইতিবাচক কাজের সাথে সম্পৃক্ত থাকবো।

পর্যটন শান্তির সোপানে সর্বাগ্রে ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন