পর্যটন মৌসুমের নতুন বছরেও প্রতিদিন অসংখ্য পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকতে আসছেন। এ অবস্থায় আজ ০৩ জানুয়ারি বিচ এলাকায় পরিবারের সাথে বেড়াতে এসে বিভিন্ন সময় হারিয়ে যায় অনেক শিশু। হারিয়ে যাওয়া শিশুদের বিচের বিভিন্ন পয়েন্ট থেকে নানাবিধ কৌশল অবলম্বল করে খুজে বের করে পরিবারের জিম্মায় প্রদান করে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সুদক্ষ টীম।
সম্মানিত পর্যটকদের সেবার নিমিত্তে নিয়োজিত ট্যুরিস্ট পুলিশ সদস্যগণ দিনব্যাপী বিভিন্ন বাচ্চা হারানোর সংবাদ পান এবং উক্ত হারিয়ে যাওয়া বাচ্চাদের উদ্ধারে টিম গঠন করে মাইকিং এর মাধ্যমে, প্রযুক্তির ব্যবহার করে, নিজেরা ফিল্ডে নেমে বিভিন্ন মাধ্যমে বাচ্চাদের উদ্ধার করে তাদের পরিবারের নিকট ফিরিয়ে দেওয়ার কাজ করছেন।
কিশোরগঞ্জ সদর থানা এলাকা থেকে আগত নাসরুল্লাহ (০৬), নোয়াখালী জেলার তানিস্কানাথ (০৫), কক্সবাজার কুতুপালং এর রফিউল কাদের(০৬), চট্টগ্রাম থেকে আগত সিয়াম (০৫), সহ আরও অনেক বয়সের পর্যটকদের খুজে বের করে বুঝিয়ে দেওয়া হয় পরিবারের কাছে।
হারানো সন্তানদের ফিরে পেয়ে উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেন তাদের অভিভাবকরা। তারা ট্যুরিস্ট পুলিশের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে চলে যান।
এ সংক্রান্তে কক্সবাজার রিজিয়নের ট্যুরিস্ট পুলিশের মিডিয়া মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম জানান যে, ঘুরতে এসে বিচে হারিয়ে যাওয়া তাদের বাবামায়ের কাছে ফিরিয়ে দিতে পেরে আমরাও অত্যন্ত খুশি। অধিক পর্যটকের আগমনে আমরাও সচেষ্ট হয়ে কাজ করছি। তবে এখন পর্যটকদেরও সচেতনতার সাথে বাচ্চাদের সাথে সাথে রেখে চলাচল করতে হবে। পর্যটকদের সেবায় সর্বদাই আমরা সকল ইতিবাচক কাজের সাথে সম্পৃক্ত থাকবো।
পর্যটন শান্তির সোপানে সর্বাগ্রে ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ