১০/১১/২০২৪খ্রি: রাত ২.০০ ঘটিকার সময় কক্সবাজার শহরের সুগন্ধা বীচের হোটেল সী-গালের সামনের ঝাউবাগান কাঁঠের ব্রীজ সংলগ্ন স্থানে ছিনতাইয়ের উদ্দেশ্যে উৎপেতে থাকার গোপন সংবাদের ভিত্তিতে ট্যুরিস্ট পুলিশের চৌকস টীম অভিযান পরিচালনা করে একটি চাকুসহ ছিনতাইকারী ১) সাকিব হোসেন রানা (২০) পিতা-ওসমান গণি, মাতা-রেহেনা বেগম, ২) মো: আরমান (২০) পিতা-আ: জলিল, মাতা-সাবেকুন্নাহার, উভয় সাং-ঘোনারপাড়া, ৯নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা-কক্সবাজারদ্বয়কে গ্রেফতার করেন এবং অদ্য চালান মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরাধ মুক্ত পর্যটন নগরী গড়ে তুলতে এমন অভিযান অব্যাহত থাকবে মর্মে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের মিডিয়া মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম নিশ্চিত করেন।