খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার ০৯ বছরের অন্যান্যভাবে সক্ষম আবির নামে এক শিশু মা-বাবার সাথে কক্সবাজার বেড়াতে এসে হারিয়ে যায়। পরিবর্তিতে অনেক খোজাখুজির পর কক্সবাজার রিজিয়নের এক চৌকশ ট্যুরিস্ট পুলিশ টিম তাকে উদ্ধার করে তার বাবামায়ের কাছে হস্তান্তর করেন, অদ্য যার জিডি নাম্বার ১১৬ |
এ সংক্রান্তে কক্সবাজার রিজিয়নের ট্যুরিস্ট পুলিশের মিডিয়া মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান যে, আবিরকে উদ্ধার করে তার বাবামায়ের কাছে দিতে পারে আমরা ভাল ফিল করছি। পর্যটকদের সেবায় এভাবেই সর্বদাই আমরা সকল ইতিবাচক কাজের সাথে সম্পৃক্ত থাকবো।
পর্যটন শান্তির সোপানে সর্বাগ্রে ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ।