আজ ৩০ শে নভেম্বর কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক কলাতলি সি বিচে আয়োজিত English Carnival Bangladesh 1.0 প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠান পূর্ননিরাপত্তার সাথে সম্পন্ন হওয়ার জন্য ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন সার্বিক সহযোগিতা প্রদান করে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ রাফাহ নানজিভা তুর্সা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মুজিবুর রহমান চেয়ারম্যান, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ অন্যান্য অতিথিবৃন্দ।ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের পক্ষে এসআই আলআমিন ও এসআই ইসতিয়াক সংগীয় ফোর্সসহ নিরাপত্তা নিশ্চিত করেন।
এ সংক্রান্তে কক্সবাজার রিজিয়নের ট্যুরিস্ট পুলিশের মিডিয়া মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম জানান যে, English Carnival Bangladesh একটি সুন্দর প্রোগ্রাম। এখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ ছিলো। সেখানে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন কর্তৃক নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে সহযোগিতা প্রদান করতে পেরে আমরাও অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও এধরণের যেকোনো সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ট্যুরিস্ট পুলিশের সেবা অব্যাহত থাকবে।
পর্যটন শান্তির সোপানে সর্বাগ্রে ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ