Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ অক্টোবর ২০২৪

ঢাকা মোহাম্মদপুর এলাকার শিশুকে কক্সবাজারে উদ্ধার করল ট্যুরিস্ট পুলিশ


প্রকাশন তারিখ : 2024-10-06

ঢাকা মোহাম্মদপুর থানা এলাকার ১৪ বছরের শিশু আবুল হাসান নামের এক শিশুকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ। শিশুটিকে উদ্ধার করে প্রশিক্ষণ ও পূর্নবাসন কেন্দ্রে হস্তান্তর করে হয়েছে বলে জানানো হয়েছে।

 

রবিবার (৬ অক্টোবর) কক্সবাজার রিজিয়নের ট্যুরিস্ট পুলিশের মিডিয়া মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেন।

আবুল কালাম বলেন,ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মোহাম্মদপুর থানা এলাকার ১৪ বছরের শিশু আবুল হাসান পরিবারের সম্মতি ব্যতিত কক্সবাজার চলে আসে এবং সমুদ্র সৈকতের বিভিন্ন স্থানে ঘুরতে থাকে। পরবর্তীতে কক্সবাজার রিজিয়নের এক চৌকশ ট্যুরিস্ট পুলিশ টিম তাকে উদ্ধার করে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন এ কর্মরত এসআই মোহাম্মদ শাহীন মিয়া (০৬ অক্টোবর তারিখে,জিডি নং ১৩৮) কক্সবাজার শিশু সুরক্ষা ও সমাজকর্মী ডিএসএস কক্সবাজার কর্মরত পারভিন আক্তারের নিকট লিখিত ভাবে হস্তান্তর করেন।

উল্লেখ্য যে বর্নিত শিশুটিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরিবারের তথ্য উদঘাটন করতঃ পরিবারের সহিত যোগাযোগ করে ফিরিয়ে দিতে সর্বোচ্চ ও সম্মিলিত চেষ্ঠা অব্যাহত আছে।

কক্সবাজার রিজিয়নের ট্যুরিস্ট পুলিশের মিডিয়া মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম জানান, শিশু সুরক্ষায় পুলিশ সিআরসি মেনে কাজ করে থাকে। ট্যুরিস্ট পুলিশ এর ব্যতিক্রম নয়।

আমরা সমাজসেবা অফিসের মাধ্যমে সম্মিলিত প্রচেষ্টায় আবুল হাসানকে উদ্ধার ও ফেরত প্রদানে আমরা খুশি।

পর্যটকদের সেবায় এভাবেই সর্বদাই ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার সকল ইতিবাচক কাজের সাথে সম্পৃক্ত থাকবো বলেও জানান তিনি।