আজ ০৫ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নে অনুষ্ঠিত হলো ডিসেম্বর মাসের মাসিক কল্যাণ সভা।
ফোর্সের বিভিন্ন পর্যায়ের সম্মানিত সদস্যবৃন্দের পর্যটকসেবা সংক্রান্তে অধিকতর করনীয়, সুচারুভাবে দায়িত্ব সম্পাদন, বিভিন্ন সীমাবদ্ধতা, সংকট ও সম্ভাবনার বিষয়ে আলোচনা হয়।মাসিক কল্যাণ সভায় পুলিশ সদস্যগণ নির্বিঘ্নে ডিউটি পালনের জন্য বিভিন্ন চ্যালেঞ্জস ও নিজেদের সমস্যা তুলে ধরেন। সকল বিষয়াদি পুলিশ সুপার মনোযোগ ও গুরুত্বসহকারে নোট করেন এবং দ্রুত সমস্যাগুলি সমাধানের ব্যবস্থা গ্রহণ করার জন্য অত্র রিজিয়নের অফিসের বিভিন্ন শাখায় দায়িত্বরত অফিসারদের নির্দেশ প্রদান করেন এবং একইসাথে উর্ধতন কর্তৃপক্ষের সাথে সমাধানের লক্ষ্যে যোগাযোগ করেন।
উক্ত কল্যাণ সভা অতিরিক্ত পুলিশ সুপার মো: আসাদুজ্জামান মহোদয়ের সভাপতিত্বে অত্র কক্সবাজার রিজিয়নের সকল পুলিশ সদস্যবৃন্দের অংশগ্রহণে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার। এছাড়া অত্র কক্সবাজার রিজিয়নের দূরবর্তী জোন ইনচার্জগণ জুম সংযোগের মাধ্যমে কল্যাণ সভায় অংশগ্রহণ করেন।
কল্যাণ সভার সভাপতি মো: আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার বলেন, পর্যটকগণ যাতে প্লাস্টিক ও বর্জ্য ব্যবহারে সচেতন থাকে সেজন্য প্রত্যেকটি ডিউটি পয়েন্টের ইনচার্জগণ কাজ করবেন। সেন্টমার্টিনে গমনাগমনকারী পর্যটকগণ যাতে সঠিক ট্রাভেল পাস নিয়ে ভ্রমণ করে সেবিষয়ে লক্ষ্য রাখার জন্য সকলকে নির্দেশনা দেন।
কল্যাণ সভায় সমাপনী বক্তব্যে পুলিশ সুপার বলেন, পর্যটন মৌসুম শুরু হওয়ায় কক্সবাজারে প্রচুর পর্যটকের আগমন ঘটছে সেজন্য ট্যুরিস্ট পুলিশের সকল সদস্যদের আন্তরিকতার সাথে ডিউটি করার জন্য উদ্বুদ্ধ করেন। সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত শুরু হওয়ায় জাহাজে অবস্থনকালীন সময়ে কোনো পর্যটক যাতে হয়রানির শিকার না হয় সেবিষয়ে লক্ষ্য রেখে সম্মিলিত সহযোগিতায় ট্যুরিস্ট পুলিশ শতভাগ সততা, নিষ্টা, কঠোর পরিশ্রম, ও পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশনা প্রদান করেন।