পর্যটন এলাকায় যাতে কোন প্রকার মাদক, ছিনতাই ও বেআইনি কার্যকলাপ না ঘটে সে লক্ষ্যে বহুমাত্রিক কার্যক্রম হাতে নিয়েছে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার ও জেলা প্রশাসন।
সম্মানিত পর্যটক ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন ও জেলা প্রশাসন যৌথ পুলিশিং টহল ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
কক্সবাজার বীচের ডায়াবেটিস পয়েন্ট থেকে সন্ধ্যা ১৯:৩০ ঘটিকায় এই অভিযান শুরু হয়ে, কবিতা চত্ত্বর, শৈবালের ঝাউবন এর মধ্যে দিয়ে যেয়ে রাত ২১:৪৫ ঘটিকায় সী-গালের সামনে ঝাউবাগানে যেয়ে শেষ হয়। এসময় ঝাউবাগানের ভিতর কোনো ব্যক্তি অনৈতিক কার্যকলাপ করছে কিনা বা কেউ মাদক পরিবহন সংক্রান্তে জড়িত আছে কিনা এসব বিষয়ে নজরদারি করা হয়। সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়। বীচ এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন ও নিরাপদ রেখে পর্যটকদের ভ্রমণ উপযোগী করাই একমাত্র লক্ষ্য।
এ সংক্রান্তে কক্সবাজার রিজিয়নের ট্যুরিস্ট পুলিশের মিডিয়া মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান যে, এমন অভিযান এখন থেকে সার্বক্ষণিক চলমান থাকবে। কোথাও কোনো নিরাপত্তার ঘাটতি করা হবে না। পর্যটকরা ভ্রমণে এসে যাতে আনন্দ উপভোগ করে চলে যেতে পারেন সেজন্য ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার ও জেলা প্রশাসনের পক্ষ থেকে যৌথ অভিযান অব্যাহত থাকবে। পর্যটকদের সেবায় এভাবেই সর্বদাই আমরা সকল ইতিবাচক কাজের সাথে সম্পৃক্ত থাকবো।
পর্যটন শান্তির সোপানে সর্বাগ্রে ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ