Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ অক্টোবর ২০২৪

বীচে হারিয়ে ফেলা মোবাইল খুজে ফেরত দিল কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ


প্রকাশন তারিখ : 2024-10-08

 

                                           

সূদুর নারায়ণগঞ্জ হতে কক্সবাজারে বেড়াতে এসে সম্মানিত পর্যটক আমানুল্লাহ (৩৫) সুগন্ধা বীচের সমুদ্র সৈকতে গোসল করতে নামেন। একপর্যায়ে তার নিজের ব্যবহৃত মোবাইল OPPO- F15 ফোনটি হারিয়ে ফেলেন। নিরুপায় হয়ে তিনি সুগন্ধা বীচে ডিউটিরত ট্যুরিস্ট পুলিশের সাহায্য কামনা করেন। তৎক্ষণাৎ সুগন্ধা বীচে ডিউটিরত ট্যুরিস্ট পুলিশের অফিসার ফোর্সগণের বুদ্ধিদীপ্ত তৎপরতায় বীচ থেকে মোবাইলটি খুজে উদ্ধার করে সম্মানিত পর্যটককে বুঝিয়ে দেয়া হয়। যার জিডি নং- ১৭৮। এতে পর্যটক আমানুল্লাহ অত্যন্ত খুশি ও আনন্দিত হন। 

এ সংক্রান্তে কক্সবাজার রিজিয়নের ট্যুরিস্ট পুলিশের মিডিয়া মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান যে, মোবাইলটা  খুজে উদ্ধার করে সম্মানিত পর্যটক আমানুল্লাহর কাছে দিতে পারে আমরাও তৃপ্তি পাচ্ছি। পর্যটকদের সেবায় এভাবেই সর্বদাই আমরা সকল ইতিবাচক কাজের সাথে সম্পৃক্ত থাকবো। 

পর্যটন শান্তির সোপানে সর্বাগ্রে ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ