Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ নভেম্বর ২০২৪

চাটগাঁও থেকে এসে হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করে পিতামাতার কাছে ফিরিয়ে দিল কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ


প্রকাশন তারিখ : 2024-11-15

অদ্য  ১৫/১১/২০২৪ তারিখ সকালে ১১:১০ ঘটিকার দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজারে ঘুরতে আসা শিশু সুমাইয়া জাহান রাইসা(১২) কে একজন ব্যক্তি ট্যুরিস্ট পুলিশ হেল্পডেস্কে দিয়ে যান আর জানান যে শিশু সুমাইয়া তার পরিবারকে হারিয়ে ফেলেছেন। পর্যটকের ভীড়ে সে আর তার পরিবারকে খোজাখুজি করে পাচ্ছেন না। 

                                              

এদিকে শিশু সুমাইয়ার তারা বাবার ফোন নাম্বারও মুখস্থ নেই। তখন এসআই/আলআমিন তার বুদ্ধিদীপ্ত তৎপরতায় শিশু সুমাইয়ার গ্রামের ঠিকানা সংগ্রহ করে চট্টগ্রামের চাটগাঁওয়ের পুলিশের সহায়তায় শিশু সুমাইয়ার বাবার মোবাইল নাম্বার সংগ্রহ করতে সমর্থ হন।
পরবর্তীতে শিশু সুমাইয়ার বাবা মো: নজরুল ইসলাম সুমনের সাথে যোগাযোগ করতে সমর্থ হন। তার বাবাকে জানান যে শিশু সুমাইয়া সুগন্ধা বীচে অবস্থিত ট্যুরিস্ট পুলিশ বক্সেই আছে। তার কিছু সময় পরে বাবা নজরুল ইসলাম সুমন ট্যুরিস্ট পুলিশ হেল্প ডেস্কে এসে তার মেয়েকে পেয়ে অত্যন্ত আনন্দিত ও খুশি হন এবং ট্যুরিস্ট পুলিশের তৎপরতাকে ভূয়সী প্রশংসা করেন। 
পরবর্তীতে তার বাবার নিকট জিডিমূলে অদ্য সকালে ১১:৩০ ঘটিকার দিকে বুঝিয়ে দেয়া হয়।

এ সংক্রান্তে কক্সবাজার রিজিয়নের ট্যুরিস্ট পুলিশের মিডিয়া মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান যে, শিশু সুমাইয়াকে তার পরিবারের সাথে যোগাযোগ করে  তার বাবামায়ের কাছে দিতে পারে আমরাও অত্যন্ত খুশি। পর্যটকদের সেবায় সর্বদাই আমরা সকল ইতিবাচক কাজের সাথে সম্পৃক্ত আছি ও থাকবো। 

পর্যটন শান্তির সোপানে সর্বাগ্রে ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ।