Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st নভেম্বর ২০২৪

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের বার্ষিক অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2024-11-20

২০ নভেম্বর ২০২৪, বুধবার ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন অফিস চত্বরে অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়। যেখানে ট্যুরিস্ট পুলিশের সদস্যবৃন্দ অগ্নিনির্বাপনের ছোট-খাট খুটিনাটি বিষয়সমুহ ঝালাই করে নেন যাতে যেকোন দুর্যোগে যাতে নাগরিকসেবা আরো বেগবান হয়ে তৎপরতা বৃদ্ধি করে।

                    

উক্ত অগ্নি নির্বাপণ মহড়ায় ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের ইন্সপেক্টর আব্দুল মুকিত ও ইন্সপেক্টর এ কে এম আশরাফের নির্দেশনায় ও ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার জনাব জাহিদের নেতৃত্বে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করে প্রশিক্ষণ নেন।

                     .   

এ সংক্রান্তে কক্সবাজার রিজিয়নের ট্যুরিস্ট পুলিশের মিডিয়া মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম জানান যে, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের প্রত্যেক সদস্যদের দ্বারা পর্যটকদের সেবা প্রদানের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। পর্যটকদের সেবায় সর্বদাই আমরা সকল ইতিবাচক কাজের সাথে সম্পৃক্ত আছি ও থাকবো। 

পর্যটন শান্তির সোপানে সর্বাগ্রে ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ।