২৩ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ১৮:৩০ ঘটিকায় রূপসী বাংলা রেস্টুরেন্টের মালিক জনাব জনাব আবু বক্কর এর মাধ্যমে সেন্টমার্টিন দ্বীপে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশ সদস্যরা একটি হারিয়ে যাওয়া ফোনের সংবাদ পান। সংবাদ পাওয়া মাত্রই সেন্টমার্টিন দ্বীপে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশ সদস্য এএসআই নোবেল ও কনস্টেবল সাইফুল দ্রুতই আবু বক্করের কাছে যেয়ে বিচে পাওয়া আইফোন ১৩ প্রো মোবাইলটি পুলিশ হেফাজতে গ্রহণ করেন।
পরবর্তীতে ফোনটি চার্জ দিয়ে অন করে বিভিন্ন প্রযুক্তি ও বুদ্ধিমত্তার সহায়তায় ফোনের মালিক সম্মানিত পর্যটকের সাথে রাত ২০:০০ ঘটিকা নাগাদ যোগাযোগ করতে সমর্থ হন। পরবর্তীতে ফোন মালিকের মালিকানা প্রমাণ উপস্থাপন সাপেক্ষে ফোনটি তাকে বুঝিয়ে দেয় সেন্টমার্টিন ট্যুরিস্ট পুলিশ। হারানো ফোন ফিরে পেয়ে অত্যন্ত উচ্ছাস প্রকাশ করেন সম্মানিত পর্যটক। তিনি বলেন, " হারানো ফোন সহজে পাওয়া যায় না। কিন্তু সেন্টমার্টিন দ্বীপের স্থানীয় মানুষের জন্য ও ট্যুরিস্ট পুলিশের সহায়তার জন্য আমার দামী ফোনটি ফিরে পেয়েছি। সেজন্য সকলের নিকট কৃতজ্ঞ।" তিনি নিজের ফোন বুঝে নিয়ে চলে যান।
এ সংক্রান্তে কক্সবাজার রিজিয়নের ট্যুরিস্ট পুলিশের মিডিয়া মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম জানান যে, ট্যুরিস্ট পুলিশ হিসেবে আমরা সম্মানিত পর্যটককে তার হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে ফেরত দিতে পেরে আমরাও অত্যন্ত আনন্দিত। সকল পর্যটকের সেবায় ও নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার ও সেন্টমার্টিন দ্বীপে কাজ করে যাচ্ছে।
পর্যটন শান্তির সোপানে সর্বাগ্রে ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ