Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ অক্টোবর ২০২৪

গার্লস টেকওভার : ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের প্রতিকী দায়িত্ব নিলেন হালিমা জান্নাত নাইমা


প্রকাশন তারিখ : 2024-10-29

২৯ অক্টোবর ২০২৪, মঙ্গলবার আমাদের মেয়েদের মননে স্বপ্নের বুনন, আমাদের কমিউনিটিতে গ্রেটার গুড নিশ্চিতকরন  ও নীতি নির্ধারণের জায়গায় মেয়েদের কার্যকরী  সমানুপাতিক অংশগ্রহণ বাড়ানোর অভিপ্রায়ে কক্সবাজারের নবম শ্রেণীর  শিক্ষার্থী হালিমা জান্নাত নাইমা ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপারের প্রতিকী দায়িত্ব গ্রহণ করেন।  

                                             

কিশোরীদের স্বপ্নবুননের অভিযাত্রায় ও সকলক্ষেত্রে নারীর ক্ষমতায়নের নিমিত্তে প্ল্যান বাংলাদেশ দেশ বিদেশের বিভিন্ন পর্যায়ে এ কার্যক্রম অব্যাহত রেখেছে। 

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের ক্ষনিকের জন্য প্রতিকী পুলিশ সুপার হালিমা জান্নাত নাইমা দায়িত্ব গ্রহনের পর ট্যুরিস্ট পুলিশ অফিস পর্যবেক্ষণ করেন এবং ট্যুরিস্ট পুলিশে কর্মরত সদস্যদের সাথে মতবিনিময় করেন। সবশেষে তিনি সুগন্ধা পয়েন্টে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন। 

উক্ত প্রতিকী দায়িত্বকালিন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার,  সিনিয়র সহকারী পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ে সঙ্গে সদস্যবৃন্দ এবং প্ল্যান বাংলাদেশ কক্সবাজারের প্রধান, জেন্ডার স্পেশালিস্ট, গভর্ণমেন্ট লিয়াজো স্পেশালিষ্ট সহ অন্যান্য অফিসারবৃন্দ। 

                                              

এ প্রসঙ্গে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের মিডিয়া মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম জানান, আমাদের মেয়েরা দেশ বিদেশে এগিয়ে যাক,তাদেরকে সবসময় আমরা অনুপ্রানিত করি এবং আজকে আমাদের প্রতিকী পুলিশ সুপারকে অনুপ্রানিত করতে পেরে আমরা গর্বিত।