Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ অক্টোবর ২০২৪

পর্যটনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সাথে টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন এর মতবিনিময়


প্রকাশন তারিখ : 2024-10-28

২৮ অক্টোবর ২০২৪, সোমবারে প্রাকৃতিক ভারসাম্য ও বৈচিত্র্যময় পর্যটন , এথিকাল বিজনেস ডেভেলপমেন্ট ও টেকসই নিরাপত্তা সংক্রান্তে কক্সবাজার পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন অংশী জনের সাথে টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তারা সমুদ্র সৈকতে অপার সম্ভাবনা ও ছোটখাটো বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। শুধু তাই না সম্মিলিত প্রয়াসে কিভাবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রাকৃতিক ভারসাম্যময় পর্যটন শিল্প ও অধিকতর এথিক্যাল বিজনেস স্ট্যান্ডার্ড ও ডেভেলপমেন্ট করা যায়, সে সংক্রান্তে কথা বলেন।  

                                               

 

পর্যটন এলাকায় টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পক্ষ থেকে সকলের সম্মিলিত সহযোগিতার আহবান করা হয়। 

উক্ত মতবিনিময় সভায় হোটেল মালিক সমিতির সভাপতি, সম্পাদক, কিটকট মালিক সমিতির সভাপতি, হর্স রাইডিং এর সভাপতিসহ বিভিন্ন পর্যটন হোটেলের মালিক,  ম্যানেজার, সিকিউরিটি অফিসার সহ বিভিন্ন পক্ষের অংশীজনরা উপস্থিত ছিলেন। 

 

অন্যদিকে পুলিশের পক্ষে পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন, অতিরিক্ত পুলিশ সুপার,  সহকারী পুলিশ সুপার,  পুলিশ ইন্সপেক্টরবৃন্দ, সাব-ইন্সপেক্টরবৃন্দ সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য উপস্থিত ছিলেন। 

সভায় সকলেই কালের ধারাবাহিকতায় কক্সবাজারকে বিশ্বের সেরা ট্যুরিস্ট ডেস্টিনেশনে রুপান্তরের প্রত্যাশা ও প্রার্থনা করেন।