অদ্য ২৩/১০/২০২৪ ইং তারিখে মো: আজিজ, সাং- রূপসী পাড়া ০৫ নং ওয়ার্ড, থানা- লামা, জেলা- বান্দরবান সকাল ১১ টার দিকে কলাতলী বীচ পয়েন্টে ডিউটিরত ট্যুরিস্ট পুলিশের ডিউটিরত সদস্যদের জানান যে তার মেয়ে শিশু রাবেয়া আক্তার (০৯) কে খুজে পাচ্ছেন না।
পরবর্তীতে উক্ত সংবাদদাতার নিকট হতে তার মেয়ের ছবি সংগ্রহ করে ট্যুরিস্ট পুলিশের কলাতলী টিম হারিয়ে শিশুর খোজে নেমে পড়ে। অনেক খোজাখুজির পর ডিউটিরত চৌকস টিম সেই মেয়েকে সকাল ১১:৩০ ঘটিকায় খুজে পায়। পরবর্তীতে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের জিডি নং- ৫৩৯ মূলে শিশুটিকে তার পিতার নিকট হস্তান্তর করা হয়। এতে ওই পিতা তার মেয়েকে খুজে পেয়ে ট্যুরিস্ট পুলিশের ডিউটিরত সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেয়েকে নিয়ে চলে যান।
এ সংক্রান্তে কক্সবাজার রিজিয়নের ট্যুরিস্ট পুলিশের মিডিয়া মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম জানান যে, রাবেয়া আক্তারকে তার পিতার কাছে দিতে পারে আমরা অত্যন্ত আনন্দিত। পর্যটকদের সেবায় এভাবেই সর্বদাই আমরা সকল ইতিবাচক কাজের সাথে সম্পৃক্ত থাকবো।
পর্যটন শান্তির সোপানে সর্বাগ্রে ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ