Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd ডিসেম্বর ২০২৪

লক্ষ পর্যটকের আগমনী ভিড়ে বিচে হারিয়ে যাওয়া বাচ্চাদের উদ্ধার করে পরিবারের নিকট ফেরত দিলো ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার


প্রকাশন তারিখ : 2024-12-20

আজ ২০ ডিসেম্বর কক্সবাজারে পরিবারের সাথে ঘুরতে এসে অনেক শিশু হারিয়ে যায়। সেসকল শিশুদের বিভিন্ন কৌশলের মাধ্যমে খুজে বের করে পরিবারের নিকট ফেরত দেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের ডিউটিরত সদস্যগণ। 

সম্মানিত পর্যটকদের সেবার নিমিত্তে নিয়োজিত ট্যুরিস্ট পুলিশ সদস্যগণ দিনব্যাপী বিভিন্ন বাচ্চা হারানোর সংবাদ পান এবং উক্ত হারিয়ে যাওয়া বাচ্চাদের উদ্ধারে টিম গঠন করে মাইকিং এর মাধ্যমে, প্রযুক্তির ব্যবহার করে, নিজেরা ফিল্ডে নেমে বিভিন্ন মাধ্যমে বাচ্চাদের উদ্ধার করে তাদের পরিবারের নিকট ফিরিয়ে দেন। 

                                         

ফেনি থেকে আগত হাসিব(০৭), মুন্সিগঞ্জ থেকে আগত জাকারিয়া (০৭), চট্টগ্রাম লোহাগড়ার তুষ্ট ( ০৬),  ঢাকার কেরাণীগঞ্জের শুকরিয়া (০৩), গাজীপুরের সাঈদ (০৪),
চট্টগ্রাম কোতোয়ালির মাইসা (০৬) ছাড়াও আরও অনেককে তাদের পিতামাতার নিকট বুঝিয়ে দেয়া হয়।

হারানো সন্তানদের ফিরে পেয়ে উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেন তাদের অভিভাবকরা। তারা ট্যুরিস্ট পুলিশের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে চলে যান।

এ সংক্রান্তে কক্সবাজার রিজিয়নের ট্যুরিস্ট পুলিশের মিডিয়া মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম জানান যে, ঘুরতে এসে বিচে হারিয়ে যাওয়া তাদের বাবামায়ের কাছে ফিরিয়ে দিতে পেরে আমরাও অত্যন্ত খুশি। অধিক পর্যটকের আগমনে আমরাও সচেষ্ট হয়ে কাজ করছি। পর্যটকদের সেবায় সর্বদাই আমরা সকল ইতিবাচক কাজের সাথে সম্পৃক্ত থাকবো। 

পর্যটন শান্তির সোপানে সর্বাগ্রে ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ