আজ ৬ই ডিসেম্বর ২০২৪ তারিখ বিকাল ১৭:০০ ঘটিকায় সিলেট থেকে কক্সবাজারে ঘুরতে আসা ফাইয়াজের হারিয়ে যাওয়া মোবাইল, নেকব্যান্ড ও পাওয়ার ব্যাংক খুজে ফিরত দিল ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের এসআই মো: মফিজুর রহমান।
ঘটনা গত ০৫ ডিসেম্বরের সন্ধ্যা ১৮:০০ ঘটিকার দিকে, মো: ফাইয়াজ (২৬), পিতা- মৃত রফিক আহমেদ সাং- কাজীটোলা, থানা- সদর মডেল, জেলা - সিলেট থেকে কক্সবাজারে এসে সুগন্ধা মেইন রোডে চলতি পথে তার Samsung M10 মোবাইল একটি নেকব্যান্ড ও পাওয়ার ব্যাংক হারিয়ে ফেলে অভিযোগ দেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অফিসে। তার অভিযোগ গ্রহণ করে এসআই মফিজুর রহমান ও তার সংগীয় ফোর্সসহ উদ্ধার কাজে নেমে পড়েন। বিভিন্ন প্রযুক্তিগত উৎকর্ষতার সহায়তায় আজ ০৬ ডিসেম্বর ফাইয়াজের হারিয়ে যাওয়া সকল মালামাল উদ্ধার করে ফেরত দেন ফাইয়াজকে।
হারিয়ে যাওয়া নিজের মালামাল ফেরত পেয়ে অত্যন্ত খুশি হন মো: ফাইয়াজ। তিনি বলেন, এতো অল্প সময়ে ট্যুরিস্ট পুলিশ আমার হারিয়ে যাওয়া মালামাল খুজে ফেরত দিবে আমি ভাবতেই পারি নি। তিনি ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সংক্রান্তে কক্সবাজার রিজিয়নের ট্যুরিস্ট পুলিশের মিডিয়া মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম জানান যে, ট্যুরিস্ট পুলিশ হিসেবে আমরা ফাইয়াজের হারিয়ে যাওয়া সকল মালামাল উদ্ধার করে ফেরত দিতে পেরে আমরাও অত্যন্ত আনন্দিত। সকল পর্যটকের সেবায় ও নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার কাজ করে যাচ্ছে।
পর্যটন শান্তির সোপানে সর্বাগ্রে ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ