Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ অক্টোবর ২০২৪

অচেতন অবস্থায় পড়ে থাকা এক কিশোরকে সেবা-শুশ্রূষা দিয়ে তার পরিবারের কাছে ফিরিয়ে দিলো কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ


প্রকাশন তারিখ : 2024-10-22

দরিয়ানগরে অবস্থিত ট্যুরিস্ট পুলিশের ব্যারাকের মেইনগেটের পাশে রাস্তায় রাত ১১:৩০ ঘটিকায় অচেতন অবস্থায় এক কিশোরকে দেখতে পান ট্যুরিস্ট পুলিশের এক চৌকস অফিসার এসআই/সোবহান মোল্লা। 
বিষয়টি অত্যন্ত মানবিক হওয়ায় তিনি অত্যন্ত গুরুত্বের সাথে দায়িত্ব নিয়ে ওই কিশোরকে সেখান থেকে কোলে করে উঠিয়ে এনে প্রাথমিক সেবা শুশ্রূষা দিয়ে চেতনা করতে সক্ষম হন। তখন ওই কিশোর তার পরিচয়  সিফাতুল্লাহ সিয়াম (১৬), পিতা- মাওলানা খালেদ সাইফুল্লাহ, সাং- নিউটাউন- সাইনবোর্ড, থানা- ডেমরা,  জেলা - ঢাকা জানায় এবং সে আরও জানায়, সে তার বন্ধুদের সাথে এসে এক পর্যায়ে হারিয়ে যায় এবং দীর্ঘক্ষণ হাটতে হাটতে ক্লান্ত হয়ে অচেতন হয়ে পড়ে যায়। 

                                               

এসআই/ সোবহান মোল্লা তৎক্ষণাৎ ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের মান্যবর এসপি মহোদয়কে বিষয়টি অবগত করেন। এসপি মহোদয় তখন এসআই/ সোবহান মোল্লার এই মানবতার প্রশংসা করেন ও ওই কিশোরকে লাবনী অফিসে এনে তার পরিবারের নিকট পৌছানোর জন্য যা যা করণীয় তার সকল নির্দেশনা দেন। এসপি মহোদয়ের নির্দেশনা অনুসরণ করে এসআই/ সোবহান মোল্লা উক্ত কিশোর সিফাতুল্লাহর ঠিকানায় যোগাযোগ করতে সক্ষম হন। 

পরবর্তীতে অদ্য সকাল ০৯:৪৫ ঘটিকায় তার পিতার নিকট ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের জিডি নং-৫১০ মূলে বুঝিয়ে দেয়া হয়। পিতা তার সন্তানকে ফিরে পেয়ে অত্যন্ত খুশি ও আনন্দিত হন এবং ট্যুরিস্ট পুলিশের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে সন্তানকে নিয়ে চলে যান।

এ সংক্রান্তে কক্সবাজার রিজিয়নের ট্যুরিস্ট পুলিশের মিডিয়া মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম জানান যে, সিফাতুল্লাহ সিয়ামকে তার বাবামায়ের কাছে দিতে পারে আমরা অত্যন্ত আনন্দিত। পর্যটকদের সেবায় এভাবেই সর্বদাই আমরা সকল ইতিবাচক কাজের সাথে সম্পৃক্ত থাকবো। 

পর্যটন শান্তির সোপানে সর্বাগ্রে ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ।