শারদীয় দুর্গাপূজা ও এ সংক্রান্তে ছুটিতে বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতে নিরাপত্তা নিশ্চিত করতে দিবারাত্র কঠোর পরিশ্রম করে যাচ্ছে ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ।
সেই অব্যাহত ধারাবাহিকতায় ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন শুরু করেছে রোবাস্ট প্যাট্রলিং। দিবারাত্রির বিভিন্ন সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ করে শৈবাল পয়েন্ট থেকে সুগন্ধা পয়েন্ট পর্যন্ত চলছে এই পুলিশিং কার্যক্রম। বিভিন্ন পয়েন্টে স্ট্যাটিক ডিউটির পাশাপাশি রোবাস্ট প্যাট্রলিং অব্যাহত থাকবে। এর পাশাপাশি সময়ে সময়ে বীচ বাইক পুলিশ প্যাট্রলিং, মাউন্টেড পুলিশ প্যাট্রলিং সহ নানামাত্রিক উপায়ে সীমিত সম্পদের যথাযথ ব্যবাহারের মাধ্যমে সম্মানিত পর্যটক ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে চায় ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন।
এ সংক্রান্তে কক্সবাজার রিজিয়নের ট্যুরিস্ট পুলিশের মিডিয়া মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম জানান যে, আমরা সম্মানিত পর্যটকদের নিরাপত্তায় বদ্ধপরিকর। আমাদের সম্পদের সীমাবদ্ধতা থাকলে, আমাদের প্রাধিকার পর্যটকদের নিরাপত্তা। এ ক্ষেত্রে আমরা সকল সম্মানিত অংশীজন ও নাগরিকদের সম্মিলিত সহযোগিতার অনুরোধ করবো।
পর্যটন শান্তির সোপানে সর্বাগ্রে ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ।