নরসিংদীর তানহা মনি (০৩), সমুদ্র সৈকত সুগন্ধা বীচ এ পরিবার এর সাথে এসে হারিয়ে যায়,তার মাতা ট্যুরিস্ট পুলিশ সুগন্ধা বিচে দায়িত্বরত অফিসার ও ফোর্সকে অবগত করিলে , বাচ্চাটি উদ্ধার করে তার মা বাবার নিকট বুঝিয়ে দেওয়া হইল।
এ সংক্রান্তে কক্সবাজার রিজিয়নের ট্যুরিস্ট পুলিশের মিডিয়া মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান যে, তানহা মনিকে উদ্ধার করে তার বাবামায়ের কাছে দিতে পারে আমরা ভাল অনুভব করছি। পর্যটকদের সেবায় এভাবেই সর্বদাই আমরা সকল ইতিবাচক কাজের সাথে সম্পৃক্ত থাকবো।
পর্যটন শান্তির সোপানে সর্বাগ্রে ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ।