আজ ১২ জানুয়ারি সকাল ১১:৩০ টার দিকে কক্সবাজার ঈদগাহের বাসিন্দা প্রদীপ আচার্য তার পরিবার নিয়ে ঘুরতে আসেন কক্সবাজারের সুগন্ধা সি-বিচে। ঘোরাঘুরির এক পর্যায়ে তার নিজের ব্যবহৃত Symphony L25 মোবাইলটি হারিয়ে ফেলেন। নিজে খুজে না পেয়ে সহযোগিতার জন্য ছুটে যান সুগন্ধা বিচে ডিউটিরত ট্যুরিস্ট পুলিশের কাছে। ট্যুরিস্ট পুলিশের দায়িত্বরত এসআই খোকন হাওলাদার বিস্তারিত তথ্য নিয়ে মোবাইল উদ্ধার কাজে তৎপর হন।
এস আই খোকন হাওলাদার, এএসআই নিমাইসহ বিচের অন্যান্য ট্যুরিস্ট পুলিশের সদস্যগণ একত্রে মোবাইল উদ্ধার কাজ শুরু করেন। পরবর্তীতে স্থানীয় ব্যক্তিদের সহায়তা নিয়ে প্রযুক্তিগত উৎকর্ষতার মাধ্যমে হারিয়ে যাওয়া মোবাইলটি উদ্ধার করতে সমর্থ হন। পরবর্তীতে পর্যটক প্রদীপ আচার্যর সাথে দ্রুত যোগাযোগ করে তাকে তার মোবাইল ফেরত দেওয়া হয়। জনাব প্রদীপ আচার্য তার হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পেয়ে অত্যন্ত আনন্দিত হন এবং ট্যুরিস্ট পুলিশের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। ট্যুরিস্ট পুলিশের এসআই খোকন হাওলাদার কক্সবাজার জোনের জিডি নং ২৫৪ মূলে মোবাইলটি হস্তান্তর করেন।
এ সংক্রান্তে কক্সবাজার রিজিয়নের ট্যুরিস্ট পুলিশের মিডিয়া মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম জানান যে, ট্যুরিস্ট পুলিশ হিসেবে আমরা সম্মানিত পর্যটককে তার হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে ফেরত দিতে পেরেছি। আমরাও অত্যন্ত আনন্দিত। সকল পর্যটকের সেবায় ও নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার কাজ করে যাচ্ছে।
পর্যটন শান্তির সোপানে সর্বাগ্রে ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ