Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ নভেম্বর ২০২৪

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সদস্যদের প্রীতি ফুটবল ম্যাচ


প্রকাশন তারিখ : 2024-11-15

১৫ নভেম্বর ২০২৪ বিকাল ১৬:০০ ঘটিকায় ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সদস্যদের নিয়ে সমুদ্র সৈকতের বীচে অনুষ্ঠিত হলো প্রীতি ফুটবল ম্যাচ। 

               

উক্ত অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সকল সদস্যদের মাঝে এক উচ্ছাস উদ্দীপনা ও প্রফুল্লতার সৃষ্টি হয়। সকলে খুবই আনন্দের সাথে খেলা উপভোগ করেন সমুদ্রের তীরে এবং সম্মানিত পর্যটকদের আরো বেগবান হয়ে সেবা দেয়ার প্রয়াস পান।

                      

খেলার আয়োজন করা হয় দরিয়ানগর বীচে। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন। এছাড়া উপস্থিত ছিলেন জনাব মো: আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার,  জনাব আবুল কালাম সিনিয়র সহকারী পুলিশ সুপারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ। উক্ত খেলা শেষে বিজয়ী দলকে ট্রফি প্রদান করা হয়।

                   

এ সংক্রান্তে কক্সবাজার রিজিয়নের ট্যুরিস্ট পুলিশের মিডিয়া মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম জানান যে, দিবারাত্র সেবা দিতে গিয়ে আমরা নিজেরা আনন্দ করতে পারিনা। এই ধরনের বিভিন্ন খেলাধুলা আয়োজনের মাধ্যমে সকল সদস্যদের ভিতর কর্মজোশ সৃষ্টি হয়। খেলাধুলার মাধ্যমে শরীর ও মন ভালো থাকলে সকলে অধিকতর বেগবান হয়ে সেবা প্রদান  করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

                           

                                   পর্যটন শান্তির সোপানে সর্বাগ্রে ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ