Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st ডিসেম্বর ২০২৪

জাগো নারী উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার


প্রকাশন তারিখ : 2024-11-26

আজ ২৬শে নভেম্বর ২০২৪ তারিখ কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্ট বিচে অনুষ্ঠিত হয় জাগো নারী উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত  Days of Activism against Gender Based Violence 2024 এর  সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন।

                                  

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নারীর জীবন উন্নয়নকে কেন্দ্র করে উক্ত অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন এনজিওর প্রতিনিধিগণ নাটক, গান, কবিতা, মূকাভিনয় প্রদর্শনের মাধ্যমে সমাজে নারীর প্রতি সহিংসতা ও সহিংসতা প্রতিরোধে করণীয় বিষয় ফুটিয়ে তোলেন।  উক্ত অনুষ্ঠান শুরু হয় বেলা ১৫.০০ ঘটিকায় এবং শেষ হয় সন্ধ্যা ১৮:৩০ ঘটিকায়। 
উক্ত অনুষ্ঠান শেষে Actionaid Bangladesh এর প্রজেক্ট ম্যানেজার জনাব শাহেদা খাতুন ডালিম তার সমাপনী বক্তব্যে উক্ত অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে নিয়োজিত ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের সদস্যদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। 

                         

এ সংক্রান্তে কক্সবাজার রিজিয়নের ট্যুরিস্ট পুলিশের মিডিয়া মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম জানান যে, ট্যুরিস্ট পুলিশ হিসেবে আমরা এইধরনের সামাজিক উন্নয়নমূলক অনুষ্ঠানে সহযোগিতা করতে পেরে আনন্দিত। যে কোনো স্থানেই নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আমরা বাংলাদেশ পুলিশ সর্বাবস্থায় পাশে আছি। 

পর্যটন শান্তির সোপানে সর্বাগ্রে ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ