একজন ব্রিটিশ নাগরিক মি. স্পেন্সার বাংলাদেশে বেড়াতে এসে কক্সবাজারে অবস্থিত তার এক বন্ধু জুনায়েদের সাথে দেখা করতে আসেন। ব্রিটিশ নাগরিক তার বাংলাদেশী বন্ধুকে স্বচ্ছলতা প্রদানের জন্য দুজনের অর্থায়নে ঢাকা মিরপুরের একটি শোরুম থেকে একটি বিচ বাইক ক্রয় করে দেন।
পরবর্তীতে বিচবাইকটি চুক্তি মোতাবেক পিকআপ গাড়ির মাধ্যমে ঢাকা থেকে বহন করে গত ৩১ জানুয়ারি ২০২৫ তারিখ মি. স্পেন্সারকে কক্সবাজারে সরবরাহ করে বিক্রয়কারী প্রতিষ্ঠান। মি. স্পেন্সার যখন বিচবাইকটি কক্সবাজারে গ্রহণ করেন তখন তিনি দেখেন যেই বাইকটি তিনি পছন্দ করেছিলেন সেই বাইকের স্থলে একটি পুরাতন গাড়ি সরবরাহ করে বিক্রয়কারী প্রতিষ্ঠান। এসময় মি. স্পেন্সার ও তার বন্ধু জুনায়েদ বিক্রয়কারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেও কোনো সমাধান পান নি। সেসময় মি. স্পেন্সার তার বন্ধুর পরমর্শে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারে যোগাযোগ করে সহায়তা কামনা করেন।
ট্যুরিস্ট পুলিশের ডিউটিরত সদস্যগণ অত্যন্ত সম্মানের সহিত মি. স্পেন্সারকে লাবনী ট্যুরিস্ট পুলিশ অফিসে নিয়ে এসে বিস্তারিত ঘটনা শোনেন। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের এসপি মহোদয়ের নির্দেশনায় ডিউটিরত অফিসার প্রধান বিক্রয়কারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে মি. স্পেন্সারের চাহিদা মোতাবেক সহায়তা করতে বলেন। পরবর্তীতে মিরপুর মডেল থানা ঢাকায় বিষয়টি অবহিত করে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার। মিরপুর মডেল থানার অফিসার উক্ত বিক্রয়কারী প্রতিষ্ঠানে যেয়ে মি. স্পেন্সারের সমস্যার বিষয়টি জানিয়ে অতিদ্রুত সমাধান করার জন্য অনুরোধ জানান। পরবর্তীতে বিচ বাইক বিক্রয়কারী প্রতিষ্ঠান নিজেদের ভুল স্বীকার করে ব্রিটিশ নাগরিক মি. স্পেন্সারের কেনা বাইকের বদলে সমুদয় টাকা ফেরত দেন। মি. স্পেন্সার তার টাকা ফেরত পেয়ে ট্যুরিস্ট পুলিশের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা ও উচ্ছাস প্রকাশ করেন। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার থেকে এমন তড়িৎ সহায়তা মি. স্পেন্সার অবাক হয়ে যান এবং বাংলাদেশ পুলিশ তথা ট্যুরিস্ট পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করে চলে যান।
এবিষয়ে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের মিডিয়া মুখপাত্র এএসপি আবুল কালাম জানান, প্রতি বছর অনেক বিদেশি পর্যটক আমাদের দেশে আসেন। তেমনি ব্রিটিশ নাগরিক মি. স্পেন্সার এদেশে তার বাংলাদেশি বন্ধুকে সহায়তা করতে যেয়ে প্রতারিত হন। তার অভিযোগের ভিত্তিতে আমাদের ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার দ্রুততার সাথে তার সমস্যা সমাধান করেন। আমরাও অত্যন্ত খুশি একজন ব্রিটিশ নাগরিককে আইনগত সহায়তা করতে পেরে।
পর্যটন শান্তির সোপানে সর্বাগ্রে ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ