আজ ৭ ডিসেম্বর ২০২৪ তারিখ ভোর ৬ টায় সোনারপাড়া কক্সবাজার মেরিন ড্রাইভ রোড থেকে শুরু হয় এলিট ম্যারাথন। এই ম্যারাথন প্রোগ্রামটিতে ১০ কিমি, ২১ কিমি ও ৪২ কিমি দুরত্বের তিনটি বিভাগে মোট ৯৬৯ জন বিভিন্ন বয়সী দৌড়বিদ অংশগ্রহণ করেন। উক্ত ম্যারাথনে দেশি দৌড়বিদদের সাথে বিভিন্ন দেশের বিদেশি দৌড়বিদও অংশগ্রহণ করেন।
এলিট ট্রেডিং গ্রুপ কর্তৃক আয়োজিত এই ম্যারাথন প্রোগ্রামটি এবার নিয়ে ২য় বার অনুষ্ঠিত হলো। এবারের ম্যারাথনের বিশেষ আকর্ষণ ছিলো রোড রানিংয়ের সাথে বিচ রানিং। দৌড়বিদদেরকে অনেকটা পথ বিচেই দৌড়াতে হয় যার ফলে এবারের ম্যারাথনটি শেষ করতে সময় বেশি লাগে। তবে দৌড়বিদগণ সমুদ্রের তীর ছুয়ে বিচের উপর দিয়ে বেশ আনন্দের সাথেই ম্যারাথনটি উপভোগ করেন।
এবিষয়ে এলিট ট্রেডিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব শহীদ সারোয়ার বলেন,"২য় বারের মতো এই ম্যারাথন প্রোগ্রামটি আয়োজন করে সফলভাবে শেষ করতে পেরে আমরা অত্যন্ত খুশি। দৌড়বিদগণ সুস্থতার সাথে ম্যারাথন শেষ করেছেন। আগামী বছর ডিসেম্বরের প্রথম শনিবার আমাদের এলিট গ্রুপের পক্ষ থেকে ৩য় বারের মতো ম্যারাথন আয়োজন করা হবে। আর ট্যুরিস্ট পুলিশসহ অন্যান্য সংশ্লিষ্ট সকলকে বিশেষ ধন্যবাদ প্রোগ্রামটি সফলভাবে শেষ করতে সহযোগিতা করার জন্য।"
উক্ত এলিট ম্যারাথন প্রোগ্রাম সফলভাবে শেষ করার জন্য নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার, ফায়ার সার্ভিসের সদস্যগণ ও দৌড়বিদদের ইমার্জেন্সি পরিষেবায় সদর হাসপাতালের কয়েকজন ডাক্তার কাজ করেছেন।
এ সংক্রান্তে কক্সবাজার রিজিয়নের ট্যুরিস্ট পুলিশের মিডিয়া মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম জানান যে, এলিট ম্যারাথন প্রোগ্রামের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সদস্যগণ আজ ভোর ৪:৩০ থেকে মেরিন ড্রাইভ রোডের বিভিন্ন পয়েন্টে নিয়োজিত থেকে বেলা ১৪:৩০ ঘটিকা পর্যন্ত নিরাপত্তা দিয়ে সফল হতে সহায়তা করে। এধরণের প্রোগ্রামে আমরা সহযোগী হতে পেরে অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও এধরণের যেকোনো অনুষ্ঠান বাস্তবায়নে কাজ করবে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন।
পর্যটন শান্তির সোপানে সর্বাগ্রে ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ