Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ জানুয়ারি ২০২৫

সম্মানিত পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের রোবাস্ট ও বিচ বাইক প্যাট্রলিং


প্রকাশন তারিখ : 2025-01-11

পর্যটন মৌসুমের জানুয়ারি মাসে প্রতিদিনই কক্সবাজার সমুদ্র সৈকতে প্রায় লক্ষাধিক পর্যটকের আগমন ঘটছে। সকল পর্যটকের সেবায় নিরাপত্তা জোরদার করতে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার জনাব আসাদুজ্জামান এর নেতৃত্বে সমুদ্র সৈকতের লাবনী পয়েন্ট  থেকে কলাতলী বীচ পয়েন্ট পর্যন্ত এবং লাবনী পয়েন্ট থেকে শৈবাল ঝাউবাগানের ভিতরে চলে বীচ বাইক ও রোবাস্ট প্যাট্রলিং।

                            

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার এর সদস্যগণ এসময় মাইকিং এর মাধ্যমে পর্যটকদের চলাচলে সতর্ক করেন। বেশি পানিতে কেউ যাতে না নামে সেবিষয়ে সুদৃষ্টি রাখার জন্য লাইফগার্ড কর্মীদের পরামর্শ দেন অত্র রিজিয়নের পুলিশ সুপার মহোদয়। অনেক পর্যটকের আগমনে কেউ যাতে সি-বিচে প্লাস্টিক-বর্জ্য না ফেলে সেজন্য মাইকিংয়ের মাধ্যমে সম্মানিত পর্যটকদের সচেতন করা হয়।

এ সংক্রান্তে কক্সবাজার রিজিয়নের ট্যুরিস্ট পুলিশের মিডিয়া মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম জানান যে,  পর্যটকদের জন্য আমাদের নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।  কোথাও কোনো নিরাপত্তার ঘাটতি করা হবে না। সম্মানিত পর্যটকরা ভ্রমণে এসে যাতে আনন্দ উপভোগ করে চলে যেতে পারেন সেলক্ষ্যে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রাত-দিন পরিশ্রম করে যাচ্ছে। সমুদ্র সৈকত এলাকায় চলাচলে পর্যটকদের পরিবেশ মন্ত্রণালয়ের কিছু বিধিনিষেধ মেনে চলারও পরামর্শ দেন।

                             

পর্যটন শান্তির সোপানে সর্বাগ্রে ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ