Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ নভেম্বর ২০২৪

ফেনীর পরশুরাম থেকে ঘুরতে এসে হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করে পিতামাতার কাছে ফিরিয়ে দিল কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ


প্রকাশন তারিখ : 2024-11-17

অদ্য  ১৭/১১/২০২৪ তারিখ বিকেলে ১৫:১০ ঘটিকার দিকে ফেনী থেকে কক্সবাজারে পরিবারের  ঘুরতে এসে রাবেয়া আক্তার রাহা(০৬) নামে এক শিশু হঠাৎ হারিয়ে গিয়ে ছুটে আসে বীচে অবস্থিত ট্যুরিস্ট পুলিশ হেল্প ডেস্কে।পরম মমতায় শিশু রাহার নিকট থেকে তার পরিবারের তথ্য সংগ্রহ করেন সুগন্ধা বীচে ডিউটি ইনচার্জ এসআই ফাহাদ ও তার চৌকস টিম। 

                                    

শিশু রাহার পরিবারের তথ্য সংগ্রহ করে তার বাবা জসীম উদ্দিনের সাথে যোগাযোগ করেন এএসআই মংচিংনু। তিনি শিশু রাহার বাবাকে জানান যে তাদের মেয়ে ট্যুরিস্ট পুলিশের আশ্রয়ে আছে সুগন্ধা বীচে আছে। তারা যেন দ্রুতই চলে আসেন। পরবর্তীতে জনাব জসীম উদ্দিন সুগন্ধা বীচে অবস্থিত ট্যুরিস্ট পুলিশ হেল্প ডেস্কে যেয়ে তার মেয়েকে খুজে পান এবং অত্যন্ত আবেগতাড়িত হয়ে পড়েন। তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন ও ডিউটিরত অফিসার ফোর্সদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অফিসারগণ  ট্যুরিস্ট পুলিশ  কক্সবাজারের জিডি নং ০৬ মূলে শিশু রাহাকে তার পিতার নিকট হস্তান্তর করেন। 

এ সংক্রান্তে কক্সবাজার রিজিয়নের ট্যুরিস্ট পুলিশের মিডিয়া মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান যে, শিশু রাহা অত্যন্ত বুদ্ধিমতী, সে তার বাবার ফোন নাম্বার মুখস্থ করে রাখাতে আমাদের কাজ করা অনেক সহজ হয়েছে।  তার পরিবারের সাথে যোগাযোগ করে  তার বাবামায়ের কাছে তাকে দিতে পারে আমরাও অত্যন্ত আনন্দিত। পর্যটকদের সেবায় সর্বদাই আমরা সকল ইতিবাচক কাজের সাথে সম্পৃক্ত আছি ও থাকবো। 

পর্যটন শান্তির সোপানে সর্বাগ্রে ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ।