বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপ থেকে সৃষ্ট ঘুর্ণিঝড় "ডানা" এর প্রভাবে উত্তাল কক্সবাজার সমুদ্র সৈকতে অবস্থানরত সকল সম্মানিত পর্যটকবৃন্দকে নিরাপদ অবস্থানে থাকার জন্য মাইকিং করে সতর্কতা করা হচ্ছে। এসময় ট্যুরিস্ট পুলিশের সদস্য নিরলসভাবে সমুদ্রের পানিতে থাকা সম্মানিত পর্যটকদের উঠে আসার জন্য অনুরোধ করে ও বিপদজনক আবহাওয়ায় সমুদ্র পরিহার করার জন্য বিভিন্ন পরামর্শ দেয়।
এ সংক্রান্তে কক্সবাজার রিজিয়নের ট্যুরিস্ট পুলিশের মিডিয়া মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু কালাম আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে জানান যে, ”ঘুর্ণিঝড় "ডানা"র প্রভাবে কক্সবাজার সমুদ্র উত্তাল থাকায় সকল পর্যটকদের আমরা পানি থেকে উঠে তীরে অবস্থানের জন্য অনুরোধ করছি। আমাদের ট্যুরিস্ট পুলিশের সকল সদস্যরা বীচে দায়িত্বরত লাইফগার্ড সদস্যদের নিয়ে পর্যটকদের নিরাপদে ভ্রমণের জন্য অনুরোধ করে মাইকিং করছে। যেকোনো প্রয়োজনে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের সহায়তা গ্রহণের পরামর্শ দেয়া হলো। পর্যটকদের নিরাপদ ভ্রমণই আমাদের মূল লক্ষ্য।”
পর্যটন শান্তির সোপানে সর্বাগ্রে ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ