Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ নভেম্বর ২০২৪

হারিয়ে যাওয়া দুই শিশুকে উদ্ধার করে পিতামাতার কাছে ফিরিয়ে দিল কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ


প্রকাশন তারিখ : 2024-11-18

অদ্য  ১৮/১১/২০২৪ তারিখ দুপুর  ১২:৩০ ঘটিকার দিকে ঢাকা থেকে কক্সবাজারে পরিবারের  ঘুরতে এসে মো: রেজওয়ান মিসবাহ(১৩) নামে এক শিশু হঠাৎ হারিয়ে গিয়ে ছুটে আসে বীচে অবস্থিত ট্যুরিস্ট পুলিশ হেল্প ডেস্কে। সে জানায় যে তার পরিবারের সাথে সমুদ্রের বীচে হাটাহাটি করার সময় তার পরিবারকে হারিয়ে ফেলে।

                                       

পরবর্তীতে ট্যুরিস্ট পুলিশ সদস্যরা শিশু মিসবাহের কাছ থেকে তার বাবার নাম্বার নিয়ে ফোন করেও তাদের পাওয়া যাচ্ছিলো না। পরে সুগন্ধা বীচের চৌকস অফিসার এসআই আলআমিন ও এএসআই তরুন দত্ত তাদের ফোর্স নিয়ে শিশু মিসবাহকে সন্ধানে নামে, মাইকিং করে। পরবর্তীতে দ্রুততম সময়ে শিশু মিসবাহের বাবাকে খুজে পান তারা। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের জিডি নং ৩৩২ মূলে মিসবাহকে তার পিতামাতার কাছে ফিরিয়ে দেয়া হয়।

আবার বিকেল ১৫:৩০ ঘটিকার দিকে সুগন্ধা বীচে অবস্থিত ট্যুরিস্ট পুলিশের কাছে খবর আসে শিশু রাহাতের(০৮) হারিয়ে যাওয়ার বিষয়ে। তৎক্ষণাৎ এএসআই তরুন দত্ত বেতার যন্ত্রের সাহায্যে সমুদ্র সৈকতে ডিউটিরত অন্যান্য পুলিশ সদস্যদেরকে শিশু রাহাতের হারিয়ে যাওয়ার বিষয়ে অবগত করে সকলে খোজে নামেন।
পরবর্তীতে ট্যুরিস্ট পুলিশ সদস্যদের বুদ্ধিদীপ্ততায় দ্রুততম সময়ের মধ্যে শিশু রাহাতকে খুজে পান।  শিশু রাহাতকে খুজে পেয়ে তার পিতা রবিউল ইসলাম অত্যন্ত খুশি হন ও আবেগাপ্লুত হয়ে পড়ে ট্যুরিস্ট পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। 

                                     

এ সংক্রান্তে কক্সবাজার রিজিয়নের ট্যুরিস্ট পুলিশের মিডিয়া মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম জানান যে, শিশু মিসবাহ ও রাহাতকে উদ্ধার করে তাদের নিজ নিজ পরিবারের নিকট ফেরত দিতে পেরে অত্যন্ত আনন্দিত ও খুশি। পর্যটকদের সেবায় সর্বদাই আমরা সকল ইতিবাচক কাজের সাথে সম্পৃক্ত আছি ও থাকবো। 

পর্যটন শান্তির সোপানে সর্বাগ্রে ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ।