Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ অক্টোবর ২০২৪

কক্সবাজার জেলা শারদীয় দূর্গা পূজা কমিটির সাথে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের মতবিনিময়


প্রকাশন তারিখ : 2024-10-09

                                             

আগামী ১৩/১০/২০২৪ ইং তারিখে কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় শারদীয় দূর্গাপূজা শেষে লাবনী বীচে প্রতীমা বিসর্জন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্তে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের এসপি মহোদয়ের সাথে গত ০৮/১০/২০২৪ তারিখে মতবিনিময় সভা করেন জেলা শারদীয় পূজা কমিটির আহ্বায়ক দুলাল কান্তি চক্রবর্তী,  জেলা পূজা কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) দীপক শর্মা দীপুসহ অন্যান্য গণ্যমান্য পূজা কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। 

                                                

উক্ত সভায় শৈবাল থেকে জলতরঙ্গ হোটেল পর্যন্ত প্রতীমা বিসর্জনের দিন বিশেষ নিরাপত্তার চাহিদা চাওয়া হয়। 

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের এসপি মহোদয় উক্ত পূজা কমিটির সংশ্লিষ্টদের জানান যে  আমাদের স্মার্টেস্ট সেনাবাহিনী, জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিজিবি ও র‍্যাবের সমন্বয়ে বহুমাত্রিক স্তরের  নিরাপত্তা বলয় থাকবে। বিশেষ নজরদারির জন্য ওয়াচ টাওয়ার, বাইনোকুলার ও ড্রোন দিয়ে সম্মানিত পর্যটক ও বিসর্জন দিতে আসা ব্যক্তিদের ‌ নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ও বলয় তৈরি করা হবে।

                                                

সর্বোপরি সকলের সম্মিলিত  সহযোগিতায় ও সমন্বয়ে, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রগাঢ় বন্ধনে  যে কোন সময়ের চেয়ে সুন্দর নিরাপদ অনুষ্ঠান সম্পন্ন হবে মর্মে আশাবাদ ব্যক্ত করে সভা শেষ হয়।