কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সম্মানিত পর্যটকদের
নিরাপত্তা সুনিশ্চিত করতে দিবারাত্র টুরিস্ট পুলিশের সদস্যরা তাদের টহল ও প্যাট্রল জোরদার করেছে।
০১ লা নভেম্বর ২০২৪ কবিতা চত্ত্বর, ডায়াবেটিস পয়েন্ট, শৈবাল পয়েন্ট, লাবনী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, কলাতলী পয়েন্ট ঝাউবনসহ বিভিন্ন এলাকায় নিয়মিত ডিউটির পাশাপাশি স্পেশাল রোবাস্ট টহল ও প্যাট্রলিং করে। এসময় মেগাফোন দিয়ে সকল সম্মানিত হকারদের সম্মানিত পর্যটকদের বিরক্ত না করার অহবান জানানো হয় এবং সকল অংশীজনের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।
এসময় আরহাম নামে ০৬ বছরের এক শিশু হারিয়ে গেলে ট্যুরিস্ট পুলিশ অনেক খোজাখুজির পরে তার পিতামাতার কাছে হস্তান্তর করেন।
এভাবেই সন্মানিত পর্যটকদের সেবায় সর্বাগ্রে ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ।