০২ ডিসেম্বর ২০২৪, সোমবার ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নে কোস্টাল ট্যুরিজম সিকিউরিটি ( Coastal Tourism Security Course) শীর্ষক ০২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়। বাংলাদেশ পুলিশ কর্তৃক অনুমোদিত ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পরিচালিত ০১ ডিসেম্বর ২০২৪ থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণে কক্সবাজার রিজিয়নে ট্যুরিস্ট পুলিশে কর্মরত ২০ জন পুলিশ ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টর এই কোর্সে অংশগ্রহন করে সফলতার সাথে সম্পন্ন করেন। কোর্সে ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি, অতিরিক্ত ডিআইজি জনাব বিধান ত্রিপুরা, ১৪ এপিবিএনের পুলিশ সুপার, কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, প্ল্যান বাংলাদেশের জেন্ডার স্পেশালিষ্ট, ইউএনডিএসএসের অফিসারসহ বিভিন্ন বিষয়ে ক্লাস ও মতবিনিময় করেন।
এর আগে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের মিনি কনফারেন্স রুম হতে ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার রিজিয়ন কর্তৃক Coastal Tourism Security শীর্ষক প্রশিক্ষন কোর্সের শুভ উদ্বোধন করেন ট্যুরিস্ট পুলিশ প্রধান জনাব মোঃ আবু কালাম সিদ্দিক, ডিআইজি (ভারপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি), ট্যুরিস্ট পুলিশ। উদ্বোধনী বক্তব্যে ট্যুরিস্ট পুলিশ প্রধান দেশের সমুদ্র উপকূলবর্তী এলাকায় বিশেষায়িত পুলিশিং এর মাধ্যমে পর্যটকদের আকৃষ্ট করার প্রতি গুরুত্বারোপ করেন। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনাব বিধান ত্রিপুরা, পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম বিভাগ।
প্রশিক্ষণার্থীদের মধ্যে পুলিশ ইন্সপেক্টর জনাব আব্দুল মুকিত এই কোর্সে অংশগ্রহন করে বলেন, পর্যটকসেবায় অধিকতর স্মার্ট ভবিষ্যতমুখী প্রশিক্ষণের বিকল্প নেই ।
০২ ডিসেম্বর ২০২৪ বিকালে সফলভাবে কোর্স সম্পন্নকারীদের উদ্দেশ্যে সমাপনী বক্তব্য দেন ভারপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি আবু কালাম সিদ্দিক। ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স থেকে কোর্সটি সমন্বয় করেন পুলিশ সুপার ট্রেনিং এন্ড ওরিয়েন্টেশন খন্দকার নূর রেজওয়ানা পারভীন মহোদয়, পুলিশ সুপার ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পক্ষে কোর্সটির সমন্বয় করেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো: আসাদুজ্জামান।