Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ জানুয়ারি ২০২৫

থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে আসা পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার


প্রকাশন তারিখ : 2024-12-31

৩১ ডিসেম্বর দিবাগত রাতকে কেন্দ্র করে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে কক্সবাজার সমুদ্র সৈকতে লক্ষাধিক পর্যটকদের ঢল নামে। দেশি-বিদেশি সকল পর্যটকদের আগমনে কক্সবাজার সমুদ্র সৈকতকে নিরাপত্তায় নিয়োজিত হয় ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার। 

                    

বিভিন্ন হোটেলের অভ্যন্তরে কনসার্ট অনুষ্ঠানের নিরাপত্তা পর্যবেক্ষণসহ বিচে রাতের বেলা প্রতিটি পয়েন্টে ট্যুরিস্ট পুলিশ সদস্যরা কড়া নজরদারি রাখে। বিচের ভিতর ফুট প্যাট্রলিং করে, বাইনোকুলার দিয়ে নজরদারি করে যাতে পানিতে নেমে কেউ অনাকাঙ্ক্ষিত বিপদের সম্মুখীন না হয়। এছাড়া কেউ কোথাও কোনো মব সৃষ্টি করে পর্যটকদের আনন্দ উপভোগে বিঘ্ন না ঘটায় সেবিষয়ে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা কাজ করে। 

                                                         

এবিষয়ে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সহকারী পুলিশ সুপার জনাব আবুল কালাম জানান, পর্যটকরা স্বাচ্ছন্দ্যে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে পেরেছেন। কোথাও কোনো ঝামেলা হয়নি। ট্যুরিস্ট পুলিশ ছাড়াও জেলা পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী পর্যটকদের নিরাপত্তায় কাজ করায় অত্যন্ত সুন্দরভাবে রাতটি অতিবাহিত হয়েছে। 

পর্যটন শান্তির সোপানে সর্বাগ্রে ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ